কলকাতা টুডে ব্যুরো: গুরুনানক ভবনের জন্য যে জমি চাওয়া হয়েছিল, তা প্রস্তুত। তবে, তার জন্য সঠিকভাবে আবেদন করতে হবে। সোমবার, বিকেলে গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শহিদ মিনারের অনুষ্ঠানে যোগ দিয়ে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। প্রথমে অনুষ্ঠানস্থলে পৌঁছে গুরুনানকের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্যরা।
তিনি বলেন, ওই জমিটির বাজার মূল্য ৬ কোটি টাকা। সেটা দেওয়া বিষয়ে নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই জমিতে জনসেবামূলক কাজ, লঙ্গরখানা ইত্যাদি হবে বলে উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন পত্র প্রথমে বোর্ডে ও পরে মন্ত্রিসভায় পাশ করাতে হবে। সেইভাবে আবেদন করলেই জমি এক টাকার বিনিময়ে দেওয়া যাবে। তবে, জমি প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী।
সোমবারের অনুষ্ঠানে শিখ ধর্মগুরুদের আত্মত্যাগের কথা স্মরণ করেনম মমতা। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সবার আগে পাঞ্জাব ও বাংলা রয়েছে। গুরু নানক জন্মজয়ন্তী উপলক্ষ্যে সবাইকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নদিয়া সফর থাকায় এদিনই অনুষ্ঠানে যোগ দেন তিনি। হালুয়া খাওয়ার আবদারও করেন মমতা। বলেন, “আমাকে হালুয়া পাঠিয়ে দেবেন।”