কলকাতা টুডে ব্যুরো: আপনি ভাল করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান, আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী’, ভরা এজলাসে এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন,‘আমি নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা নিয়ে মাতামাতি করি! আমি দুর্নীতি পেলে সেটা বন্ধ করার চেষ্টা করি’।
তিনি জানান, ‘নিউ সেক্রেটারিয়েটে অনুষ্ঠানের দিন মুখোমুখি হলে আমাকে একথা বলেন মুখ্যমন্ত্রী’। প্রসঙ্গত, কিছুদিন আগেই নব মহাকরণের অ্যানেক্স বিল্ডিং কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করেছে রাজ্য সরকার। যে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান শেষের পর ব্যক্তিগত স্তরে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, সেটাই জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
Topics
High Court Abhijit Ganguly BJP TMC Administration Kolkata