Home সংবাদসিটি টকস শর্ত সাপেক্ষ জামিন পেলেন বিকাশ মিশ্র, রায় ডিভিশন বেঞ্চের

শর্ত সাপেক্ষ জামিন পেলেন বিকাশ মিশ্র, রায় ডিভিশন বেঞ্চের

কয়লা পাচার কাণ্ডে শর্ত সাপেক্ষ জামিন পেলেন Bikash Mishra। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে শর্ত সাপেক্ষ জামিন পেলেন Bikash Mishra। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, তদন্ত সহযোগিতা করা, পাসপোর্ট জমা রাখা এবং পাঁচ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র

কয়লা পাচার কাণ্ডের তদন্তে তেঁড়েফুড়ে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। বর্তমানে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন তিনি। গত কয়েকমাস ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারের রয়েছেন তিনি। তার আগে আসানসোলের সংশোধনাগারে ছিলেন বিকাশ। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে, সেখান থেকে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং শেষে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কলকাতার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারেই রয়েছেন তিনি। তবে পুজোর মুখে এবার আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেলেন কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত।

Related Articles

Leave a Comment