কলকাতা টুডে ব্যুরো: ব্যাঙ্কক যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেছেন মেনকা। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, দু মাস আগে ব্যাংকক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীর কে বাধা দেয় ED। তারপর কয়লা পাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। হাইকোর্টে আবেদন জানিয়ে মেনকা বলেছেন, ব্যাঙ্ককে তাঁর মা অসুস্থ। তাঁর সেখানে যাওয়া প্রয়োজন। আদালত মেনকাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। যদিও ইডির তরফে বলা হয়েছে, মেনকার নামে লুক আউট নোটিস রয়েছে। তাঁকে ব্যাঙ্কক যেতে দেওয়া ঠিক হবে না।
আদালতের রায় রয়েছে, কেন্দ্রীয় এজেন্সি মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু তাঁর বিরুদ্ধে চরম কোনও পদক্ষেপ করা যাবে না। বিমানবন্দরে তাঁকে কয়েক ঘণ্টা বসিয়ে রাখা এবং পরে ব্যাঙ্কক যেতে না দিয়ে ফিরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে হাইকোর্টে পৃথক মামলা দায়ের করেছিলেন অভিষেকের শ্যালিকা। তাঁর আর্জি ছিল, ইডি এবং অভিবাসন দফতর আদালত অবমাননা করেছিল। কিন্তু আদালত স্পষ্ট বলে, তাঁকে বিমানবন্দরে অনেকক্ষণ বসিয়ে রাখা হেনস্থা হতে পারে কিন্তু তা কখনওই চরম পদক্ষেপ নয়। সেই মামলা খারিজের পর ফের মেনকা আদালতে গেলেন। এবারের আর্জি—ব্যাঙ্কক যেতে চান।