Home সংবাদসিটি টকস মেনকা গম্ভীরের আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টে

মেনকা গম্ভীরের আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টে

মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়, ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা হয় এ ধরনের কোন কাজ করেনি ED এবং অভিবাসন দফতর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়, ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা হয় এ ধরনের কোন কাজ করেনি ED এবং অভিবাসন দফতর। আদালতের তরফে এও জানানো হয়, মামলা চলাকালীন চিকিৎসার জন্য বাইরে যাওয়া অথবা অন্য কোন আবেদন থাকলে আলাদা করে মামলা করতে হবে। অবমাননার মামলায় নতুন করে কোন আবেদন জানানো যায় না।

মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ছিল শুনানি। ED-র তরফে আইনজীবী এস.ভি রাজু সওয়াল করেন, যদি মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটক করা হয়ে থাকে, তাহলে সেটা ঠিক হয়নি। কিন্তু এটা ইচ্ছাকৃত নয়। তাই এটা আদালত অবমাননার নয়। হয়রানি হতে পারে।

৩০ অগস্ট অভিষেক শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সেই নির্দেশে বলা হয়েছিল, মেনকার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ED। এই মর্মে আদালত থেকে রক্ষাকবচও পান মেনকা। তারপরও তাঁকে বিমানবন্দরে বাধা করা হয় বলে আদালতে অভিযোগ জানান মেনকা। দায়ের করা হয় আদালত অবমাননার মামলা। সেই মামলারই রায়দান হয় শুক্রবার। মেনকার মামলা খারিজ করে দেয় আদালত।

 

Related Articles

Leave a Comment