কলকাতা টুডে ব্যুরো: প্রাথমিক টেট উত্তীর্ণ আরও ৬৫ জনকে পুজোর আগে নিয়োগ দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার একটি মামলার ক্ষেত্রে এই রায় দেন তিনি। এর ফলে বিচারপতির নির্দেশে পুজোর আগে চাকরি পেতে চলেছেন মোট ২৫০ জন।
২০১৪ টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত জটিলতার জেরে বহু চাকরিপ্রার্থীর নিয়োগ আটকে ছিল। অভিযোগ ছিল, আদালত নির্দেশে ভুল প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ করলেও দীর্ঘদিন সেই নম্বর দেওয়া হয়নি। চলতি বছরের গোড়ায় সেই নম্বর দেওয়া হলেও বাড়তি নম্বর পেয়ে যারা টেট উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগ দেওয়া হয়নি। এর জেরে তারা আদালতের দ্বারস্থ হন। এই ধরণের ৩টি মামলায় আগেই ১৮৫ জনকে পুজোর আগে নিয়োগপত্র দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে গত সপ্তাহে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদ। এর পর সোমবার আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। যার ফলে মোট নিয়োগের সংখ্যা দাঁড়াল ২৫০।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন এই যোগ্য প্রার্থীরা। ফলে পুজোর আগেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে। আদালতের এই রায়ে খুশির জোয়ার চাকরিপ্রার্থীদের মধ্যে। বিচারপতির তরফে এটা পুজোর উপহার বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন মামলাকারী।
Topics
High Court Education Schools Administration Kolkata