কলকাতা টুডে ব্যুরো:এসএসসি দর্নীতি মামলায় হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদ সভাপতি। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। কাজেই আজ হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতেই হবে তাঁকে। বিচারপতি সব্রত তালুকদারের বেঞ্চে পর্ষদের পক্ষ থেকে মামলা গ্রহনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু আদালত জানিয়েছে নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে তারপরেই ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহন করবে।
তবে মঙ্গলবার স্পষ্ট হয়ে গেল, সিঙ্গেল বেঞ্চের এই রায় মাথা পেতে মেনে নিলেন না মানিক ভট্টাচার্য। মঙ্গলবার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন তিনি। সূত্রের খবর বুধবার শুনানি হতে পারে এই মামলার।
এ সোমবার বিচারপতি জানিয়েছিলেন, আদালতে যেসব নথি পেশ করা হয়েছে সেগুলি নিয়ে সন্দেহ রয়েছে আদালতের।প্রাথমিক শিক্ষক িনয়োগ দুর্নীতির মামলায় অভিযু্ক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আগেই সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। তারপরেই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট তাঁকে পর্ষদ সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে।
Topics
High Court Manik Bhattcharya Education Administration Kolkata