Home সংবাদবর্তমান ঘটনা মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারণ করল কলকাতা হাইকোর্ট

মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারণ করল কলকাতা হাইকোর্ট

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আদালতে জাল নথি পেশের দায়ে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারণ করল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে মঙ্গলবার মানিকবাবুকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব সামলাবেন সচিব রত্না চক্রবর্তী বাগচী।  তবে এই পদে অন্য কাউকে নিয়োগ করতে পারবে রাজ্য সরকার। এই পদে কাকে নিয়োগ করা হবে, তা এখনও রাজ্যের তরফে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কিছু নথি চায় আদালত। কিন্তু, অভিযোগ উঠেছে সেই নথি আদালতের সামনে পেশ করা হয়নি। এদিন হাইকোর্টে যে নথি পেশ করা হয়েছে তা ফরেন্সিক টেস্টের জন্য দিল্লি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালত নির্দেশ দেয় যাবতীয় নথি পাঠাতে হবে সিএফএসএলকে। কারণ বোর্ডের দুই কর্তা অভীক মজুমদার এবং ঋত্বিত মল্লিকের সইয়ে কোনও তারিখ উল্লেখ নেই। ফলে এই নথি বিস্তারিত খতিয়ে দেখা হবে।

Topics

High Court Manik Bhattcharya Teachers Education Kolkata

Related Articles

Leave a Comment