কলকাতা টুডে ব্যুরো:একবালপুরকাণ্ডে NIA তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যে এলাকায় সবচেয়ে বেশি অশান্তি হয়েছিল, সেই ভূ-কৈলাস রোডের ঘটনার তদন্ত করবেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ফের নতুন করে মামলা দায়ের করা হল দিল্লিতে। সেই মামলাটি পাঠিয়ে দেওয়া হবে কলকাতায় এনআইএ আদালতে। এরপরই শুরু হবে তদন্ত।
ঘটনার সূত্রপাত্র ৯ অক্টোবর। সেদিন একবালপুরে তুমুল অশান্তি হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেয় বিজেপি রাজ্য নেতৃত্ব। পুলিস নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দাবি জানানো হয়েছে। এমনকী, দুটি জনস্বার্থ মামলাও দায়ের করা হল হাইকোর্টে।
১২ অক্টোবর, বুধবার সেই মামলার শুনানি হয় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। একবালপুরকাণ্ডে সিট গঠনের নির্দেশ দেয় আদালত। সিট গঠনের দায়িত্ব দেওয়া হয় রাজ্য পুলিসের ডিজিকে। আর NIA তদন্ত হাইকোর্ট নির্দেশ, ‘কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। সেই রিপোর্ট খতিয়ে দেখে এনআইএ তদন্ত দেওয়া হবে, ১৫ দিনের মধ্যে তা ঠিক করবে কেন্দ্র’। একবালপুরকাণ্ডে শেষপর্যন্ত এনআইএ-কেই তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।