Home সংবাদসিটি টকস যাঁরা যোগ্য তাঁদের চাকরি দেওয়ার সময় হয়েছে, নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যাযের

যাঁরা যোগ্য তাঁদের চাকরি দেওয়ার সময় হয়েছে, নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যাযের

SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও কড়া কলকাতা হাইকোর্ট। যাঁরা যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও ওয়েটিং লিস্টে আছেন, দীর্ঘদিন চাকরির জন্য অপেক্ষা করছেন, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও কড়া কলকাতা হাইকোর্ট। যাঁরা যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও ওয়েটিং লিস্টে আছেন, দীর্ঘদিন চাকরির জন্য অপেক্ষা করছেন, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনিভাবে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করে ওই যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার আদালতে ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সেখানেই বেআইনি নিয়োগের তালিকা চেয়েছেন বিচারপতি। নবম দশমের নিয়োগ সংক্রান্ত মামলায় এ দিন আদালতের তরফে জানতে চাওয়া হয়েছে, কতজনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। তাঁদের চাকরি থেকে বরখাস্ত করে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Topics

High Court SSC Scam Education Schools Administration

Related Articles

Leave a Comment