কলকাতা টুডে ব্যুরো:প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার পর এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। টেট পাশ না করেই প্রাথমিকে চাকরি পেয়েছিলেন সুকন্যা মণ্ডল। কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায়, এমনই অভিযোগ জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম। তিনি আরও উল্লেখ করেছেন, স্কুলে যেতেন না সুকন্যা। অভিযোগ, তাঁকে সই করানোর জন্য রেজিস্ট্রার আসত বাড়িতে।
আইনজীবী ফিরদৌস শামিম বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানান, সুকন্যা টেট পাশ না করেই চাকরি পেয়েছিলেন। সেই সংক্রান্ত নথিও এ দিন আদালতে জমা দিয়েছেন আইনজীবী।
অন্যদিকে বুধবার সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ি গিয়ে সুকন্যা কে জিজ্ঞাসাবাদ করতে চায় তবে সুকন্যা তাদের সঙ্গে কোনোভাবে কথাবার্তা বলেনি। তিনি বলেছেন তার বাবা জেলে এবং মা প্রয়াত হয়েছেন তিনি এই মুহূর্তে আধিকারীদের সঙ্গে কোন কথা বলতে পারবেন না।
Topics
High Court TET Teacher Administration Kolkata