Home সংবাদসিটি টকস আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই, জানাল কলকাতা হাইকোর্ট

আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই, জানাল কলকাতা হাইকোর্ট

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:এসএসসি-নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশের রায়ই বহাল রাখলেন সুব্রত তালুকদার, আনন্দগোপাল মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

 

 

সূত্রের খবর, আদালত জানিয়েছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সবপক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই।

 

আরও পড়ুনঃ ’পিডব্লিউডির খাঁই কত?আমি যেন কাজ করায় না!’মমতার তোপ

 

এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনটাই এসএসসির পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।

Related Articles