Home সংবাদসিটি টকস Howrah Christmas Carnival: হাওড়া কার্নিভ্যালে ধুন্ধুমার! প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা

Howrah Christmas Carnival: হাওড়া কার্নিভ্যালে ধুন্ধুমার! প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা

by Web Desk
Howrah Christmas Carnival

‘দলীয় কোন্দল’ সরিয়ে হাওড়ার ডুমুরজলায় ‘ক্রিসমাস কার্নিভ্যাল’ চালু করার কথা ছিল

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতই ‘দলীয় কোন্দল’ সরিয়ে হাওড়ার ডুমুরজলায় ‘ক্রিসমাস কার্নিভ্যাল’ চালু করার কথা ছিল, এর পাশাপাশি ‘স্থানীয় স্তরে ঝগড়া’ নিয়েও তিনি বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের। কিন্তু তাতেও চোখে পড়ল অন্য চিত্র। ডুমুরজলায় ‘দলীয় কোন্দল’ প্রকাশ্যে এল আরও একবার। সূত্রের খবর অনুযায়ী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

এর পরেই বৈঠকে বসেন অরূপ, মনোজ এবং সুজয়। বৈঠক শেষে অরূপ বলেন, ‘‘সব পরিবারেই সমস্যা থাকে। মিটে গিয়েছে। এই প্রথম এখানে কার্নিভ্যাল হচ্ছে। ছোট জায়গা। ঢোকার সময় পায়ে পা লেগে লেগে গিয়েছিল। কোনও ধাক্কাধাক্কি হয়নি।’’ একই কথা শোনা যায়  মনোজ এবং সুজয়ের মুখেও। মনোজ আবার গানও শুনিয়েছেন— অনুপম রায়ের ‘আমাকে আমার মতো থাকতে দাও’।

মুখ্যমন্ত্রীর নির্দেশেই বৃহস্পতিবার ডুমুরজলায় এসেছিলেন অরূপ

উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশেই বৃহস্পতিবার ডুমুরজলায় এসেছিলেন অরূপ। আরুপের কার্নিভ্যালে প্রবেশ করা মাত্রই চোখে পরে, সুজয়কে ধাক্কাধাকি করছেন কয়েক জন। সুজয়কে টেনে সরিয়ে দেন মন্ত্রী মনোজও, এমন ছবিও দেখা যায় সংবাদমাধ্যমে। এরপরেই শুরু হয় বিতর্ক। বৈঠক শেষে যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী অরুপ বিশ্বাস। তাঁর কথায়, ‘‘মনোজ, সুজয় হাতে হাত মিলিয়ে কাজ করুক। প্রত্যেক পরিবারেই সমস্যা থাকে। বসে মিটিয়ে নেওয়া হয়েছে। মেলা নবীন-প্রবীণের মিলনক্ষেত্র।’’

ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভ্যাল শুরু হয়েছে ২২ ডিসেম্বর

হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভ্যাল শুরু হয়েছে ২২ ডিসেম্বর । কার্নিভ্যালের উদ্বোধন করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২ দিন ধরে চলার কথা ছিল এই কার্নিভ্যাল। কিন্তু ‘ক্রিসমাস কার্নিভ্যাল’ শুরু হওয়ার পাঁচ দিনের মাথায় বুধবার সন্ধ্যায় তা বন্ধ করে দেওয়া হয়। বলে জানা যাচ্ছে।

যাঁরা গন্ডগোল করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে

মনোজ তিওয়ারির ঘনিষ্ঠ কিছু মানুষের আপত্তিতেই কার্নিভ্যাল বন্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ করে পুরসভার তরফে। বিষয়টিতে হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কয়েক জনের জন্য কার্নিভ্যাল বন্ধ হতে পারে না। যাঁরা গন্ডগোল করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি কড়া বার্তাও দেন যে, এই ধরনের কাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী বলেন, “কার্নিভ্যাল কমিটিকে বলেছি, আজই কার্নিভ্যাল চালু করতে। পার্কিং নিয়ে সমস্যা হলে প্রশাসনকে জানানো দরকার ছিল। মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেছি এসে কথা বলতে। দু’জনকে এই ঘটনায় আটক করা হয়েছে।” এর পরেই বৃহস্পতিবার দুপুরে ডুমুরজলায় আসেন অরূপ।

পুরসভা সূত্রে জানানো হয়, কার্নিভ্যাল নিয়ে গন্ডগোলের সূত্রপাত পার্কিং নিয়ে। নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার সন্ধ্যা থেকে অনির্দিষ্ট কালের জন্য কার্নিভ্যাল বন্ধ করে দেওয়া হয় । পাল্টা মনোজ দাবি করেন, বেআইনি ভাবে পার্কিং থেকে টাকা তোলা হচ্ছিল বলেই কার্নিভ্যালে তাকে যেতে হয়।

Related Articles

Leave a Comment