কলকাতা টুডে ব্যুরো: বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই উত্তেজনার পরিবেশ। পুলিশের বিরুদ্ধে মিছিল আটকানোর অভিযোগও তুলেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই আবহে এ বার হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হল। দিলীপ ঘোষ হাওড়া ব্রিজ দিয়েই নবান্ন অভিমুখে মিছিল নিয়ে এগোবেন বলে বলে জানা গিয়েছে। তার আগেই বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজ। তাতে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ।
দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট মোড় হয়ে এমজি রোড, বড়বাজার হয়ে হাওড়া যাওয়ার কথা বিজেপির একটি মিছিলের। কলেজ স্ট্রিটে বিজেপি কর্মীদের মঞ্চ বাঁধতে বাধা পুলিশের। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। কিছুক্ষণ পর মঞ্চ না বেঁধেই ফিরে যান বিজেপি কর্মীরা।এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ বলেন, “আমি তো অবাক হয়ে যাচ্ছি যে, বাংলায় এত পুলিশ এল কোথা থেকে! ঠেলাগাড়ি, গরুর গাড়ি গেলে পুলিশ দেখা য়ায় না। অশান্তি হলে, বোম পড়লে বলে থানায় পুলিশ নেই। এফআইআর লেখাতে গেলেও পুলিশ থাকে না। ঝাড়খণ্ড এবং বিহার থেকে আমাদের ঠেকাতে পুলিশ আনতে হল নাকি! এত পুলিশ থাকলে বাংলায় এত অপরাধ হচ্ছে কী করে!”
Topics
Howrah Nabanna Protest Rally BJP TMC Administration Kolkata