নিজের হাসি সুন্দর দেখতে চেয়েই বিপদে পড়লো যুবক
পরের সপ্তাহেই বিয়ে কিন্তু বিয়ের আগে ছেলে যে এমন কাজ করবে আন্দাজ করেননি পরিবারের সদস্যরা। বিয়ের আগে স্মাইল অপারেশনের প্রস্তুতি নিতে গিয়ে প্রাণ হারান ওই যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে হায়দরাবাদে। সূত্রের খবর মৃতের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম।
২৮ বছরের ওই যুবকের বিয়ের আশা মিটিয়ে দিল এই অপ্রত্যাশিত ঘটনা।তাঁর বাবা রামুলু ভিনজাম জানান, পরের সপ্তাহেই ঠিক করা হয়েছিল বিয়ে কিন্তু ছেলে যে বিয়ের আগে স্মাইল অপারেশন করাতে চলেছেন সে বিষয়ে তাঁর পরিবারের সকলেই ছিল অজানা। সকলের চোখকে ফাঁকি দিয়ে নারায়ণের এই পদক্ষেপ। হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে গত ১৬ ফেব্রুয়ারি নারায়ণ নামের ওই যুবক স্মাইল ডিজাইনিং অপারেশনের জন্য গিয়েছিলেন। অপারেশনের সময় জ্ঞান হারায় যুবক। তার বাবা জানান জ্ঞান হারাতেই সেখানকার কর্মচারীরা তাকে খবর দেয়। তার কিছুক্ষনের মধ্যেই ডেন্টাল ক্লিনিক এ পৌঁছন তিনি।
হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু শেষরক্ষা হয়নি
সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু শেষরক্ষা হয়নি । সেখানে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর পরিবারের লোকেরা ক্লিনিকটির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এর আগে এমন কোনো ঘটনা ঘটেছিলো কিনা সিসিটিভি ফুটেজের মাধ্যমে তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা । বিয়ের আগে নিজের হাসি সুন্দর দেখতে গিয়ে এমন মর্মান্তিক শাস্তি মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা ।