কলকাতা টুডে ব্যুরো:অবশেষে কালি বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন মহুয়া মৈত্র।এদিন টুইট করে বুঝিয়ে দিয়েছেন তিনি পিছু হটতে রাজি নন। তিনি নিজেকে কালীর সাধক বলে দাবি করে বলেন, আমিও মা কালীর পূজা করি। বাঙালি নির্ভীক ও তোষামদহীন দেবীর পূজা করে। তারপর লেখেন- জয় মা কালী। তিন এই ইঙ্গিতপূর্ণ টুইটে বুঝিয়ে দেন তাঁর অবস্থান।
মহুয়া মৈত্র এ প্রসঙ্গে আরও একটি টুইট করেন। তিনি লেখেন- “আমি মা কালীর ভক্ত আমি কোনও কিছুকেই ভয় পাই না। বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, আমি তোমাদের অজ্ঞতাকেও ভয় পাই না। তোমাদের দুষ্কৃতীদেরও নয়। তোমাদের পুলিশদেরও নয়। সবথেকে বড় বিষয় তোমাদের ট্রোলকেও ভয় পাই না আমি। সত্যের কোনও অবলম্বনের প্রয়োজন হয় না।”
আরও পড়ুনঃ ’পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধ্বংস হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ল্যাবরেটরিতে পরিণত হয়েছে,’মন্তব্য রাজ্যপালের
তৃণমূল সাংসদ তাঁর মন্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন এবং হিন্দু দেবীর অবমাননা করেছেন বলে অভিযোগ করে বঙ্গীয় বিজেপি প্রধান সুকান্ত মজুমদার তাঁর গ্রেফতারি দাবি করেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষও এই মন্তব্যের তীব্র নিন্দা করে গ্রেফতারের দাবি তোলা হয়।