কলকাতা টুডে ব্যুরো:”আমি রাজনীতি করিনা, আমি মানুষ-নীতি করি। বাংলার মানুষের জন্য কাজ করতে চাই এবং সেটা করবও।”সোমবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরোদমে গেরুয়া শিবিরের হয়ে কাজের ইঙ্গিত দিলেন তিনি। তিনি বললেন, ‘অনেক কিছু রয়েছে। সব বলা যাবে না।
বিজেপির বাকি কর্মীদের মতোই আমিও এক জন। দিল্লি থেকে যা বলবে, করব।’ সঙ্গে সংযোজন, কিছু কথা ইতিমধ্যে হয়েছে। কিছু কাজও দেওয়া হয়েছে তাঁকে। তবে সেটা কী তা নিয়ে মুখে কুলুপ তারকা রাজনীতিবিদের। এদিন সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে মিঠুন জানান, অসুস্থ ছিলেন। তাই বিরতি। তবে বিজেপির ফলাফল নিয়ে তিনি মোটেও আশাহত নন।
অভিনেতার কথায়,’আমি খুব খুব খুশি।…এটা একটা বিজ্ঞান। বিজেপি ২ থেকে ৭৭-এ পৌঁছেছে। একবারে বাজিমাত হয়ে যাবে নাকি?হতেও পারত। বিজেপি নিজের একটা জায়গা তৈরি করেছিল। আর আমি শুধু নীতি নিয়ে কথা বলি।’বহু দলীয় কর্মী নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন বলে জল্পনা বিজেপির অন্দরেই। মিঠুনের গলাতেও কিছুটা সেই সুর শোনা গেল।
বললেন,’মনে হয়েছে দলের মধ্যে নেতাকর্মীরা আরও একটু উৎসাহ পেলে ভালো হত। তবে এবার মনে হয় উৎসাহ বাড়বে।’ কীসের ভিত্তিতে এমন পূর্বাভাস? তবে কি নির্দিষ্ট কোনও বার্তা পেয়েছেন তিনি?সযত্নে এড়িয়ে গেলেন সে প্রসঙ্গ।