Home রাজনৈতিক ‘উদ্ধবের জন্য বিচার চাই,’ মহারাষ্ট্র নিয়ে বললেন মমতা

‘উদ্ধবের জন্য বিচার চাই,’ মহারাষ্ট্র নিয়ে বললেন মমতা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধবের পাশেই দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের পুরো পরিস্থিতির জন্য নাম না করে বিজেপিকেই দায়ি করেন তৃণমূলনেত্রী। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্র প্রসঙ্গ উঠলে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “অনৈতিক ভাবে সরকার ভাঙার চেষ্টা চলছে।

 

মহারাষ্ট্রের পর অন্য সরকারে ওপরও হামলা হবে। এটা পরিকল্পনা করেই হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে ওদের কাছে নম্বর নেই, তাই সরকার ভাঙার চেষ্টা করছে। টাকা, ইডি, সিবিআই দিয়ে চলছে সবকিছু। যতই বাহুবল দেখান, একদিন না একদিন যেতেই হবে আপনাদের। উদ্ধাব ঠাকরের সুবিচার চাইছি।” নিজের বক্তব্যে নাম না করে বিজেপিকেই নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

মমতা বলেন, “কেউ প্রতিবাদ করলেই বুলডোজ করা হচ্ছে। ত্রিপুরাতে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। বাংলায় সিবিআই, ইডি, জাতীয় মানবাধিকার কমিশন পাঠাচ্ছে।”এরপর হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, “একদিন তো আপনাদেরও যেতে হবে। তখন কী করবেন। এ ভাবে টাকা দিয়ে সরকার ভাঙবেন না। আপনার দলও কেউ ভাঙতে পারে।”

Related Articles

Leave a Comment