কলকাতা টুডে ব্যুরো:”ওরা পার্থ দার বিরুদ্ধে কেস করছে। কী আনন্দ তাই না! ১৭ হাজার চাকরি যাবে। পার্থ দার বিরুদ্ধে মামলা? ১৭ হাজার চাকরি খাব? যাদের চাকরি যাবে, তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে? কারও চাকরি খেতে দেব না। আমি মুশকিল আসান। সব সমস্যার সমাধান করে দেব।” সোমবার বিধানসভায় দাঁড়িয়ে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ”২০২৪-এ মানুষই আপনাদের বুলডোজ করবে। আর্মিকে অপমান করা হচ্ছে। ২৪-এর আগে দেশ সেবার জন্য নয়, বিজেপির কিছু গুন্ডা তৈরি করার জন্য এই সব করা হচ্ছে। ছাত্র যুব দের চাকরি দাও, মাথায় তুলে রাখব।”
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ১২,৭৮১ জন
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”আমি একটা লোকেরও চাকরি খাই নি, খাবও না।চাকরি দিতে না পারি, চাকরি খাব? ভুল করার অধিকারটাও একটা অধিকার। বিবেকানন্দ বলেছেন। যদি এক লাখ চাকরি দিতে গিয়ে ১০০ ভুল হয়, তাহলে আমাকে সুযোগ দিতে হবে সংশোধন করার।”