কলকাতা টুডে ব্যুরো:লোকসভা ভোট নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।“লোকসভা ভোটে বাংলায় বিজেপি যদি ২৫ আসন পায়, আমি তাহলে কান ধরে ওঠবোস করব।”এর পরেই তিনি আরও বলেন, ‘‘আমাকে লিখে দিতে হবে যে, উনি রাজনীতি ছেড়ে দেবেন। আর রাজ্যে ২৫টি আসন না পেলে কান ধরে ওঠবোস করবেন তো।’’
পুর ও নগরোন্নয়ণ মন্ত্রী বলেন, ‘‘আমার মনে হয়, এ রাজ্য থেকে বিজেপি ২০২৪ সালে এক থেকে দু’টির বেশি আসন তিনি পাবেন না। আমরা চাইছি, সেই আসনটিকে শূন্যে পাঠিয়ে দিতে, যাতে বিজেপি আর এ রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে।’’
আরও পড়ুনঃ ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা,’তদন্তের দাবি তুলে লালবাজারের সামনে ভারতীয় জনতা মজদুর সেলের বিক্ষোভ
তিনি আরও বলেছেন, ‘‘অব কি বার ২০০ পার– স্লোগান দিয়ে যে ধাক্কা বিজেপি খেয়েছে, তার পর আর এ রাজ্যে ফিরে আসা সম্ভব নয়। এখন হয়তো তাঁরা বিরোধী দলের জায়গা পেয়েছেন। কিন্তু যে ভাবে বিজেপিতে দিন দিন ভাঙন হচ্ছে, তাতে বিজেপি কোনও ভাবেই ২৫টি আসন তো দূর, কোনও আসনই ধরে রাখতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। আর যদি বিজেপি যদি ২৫টির বেশি আসন পায়, তাহলে আমি কান ধরে ওঠবোস করব।’’