কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার সন্ধেয় অমিত শাহর সঙ্গে নৈশভোজের পর মহারাজের রাজনীতিতে যোগ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনা এবার খানিকটা উসকেই দিলেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় নিজেই। বিসিসিআই প্রেসিডেন্টের রাজনীতি যোগ প্রসঙ্গে ডোনার বক্তব্য, “রাজনীতি নামা নিয়ে সিদ্ধান্ত সৌরভই নেবে। তবে ও রাজনীতিতে এলে ভাল কাজ করবে। এমনিও ভাল কাজ করছে।”
অমিত শাহের পাশাপাশি শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদারের মতো BJP শীর্ষ নেতারাও এই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন করা হলে ডোনা বলেন, ”অমিত শাহের যাদের মনে হয়েছে, তাঁদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন।” একইসঙ্গে ডোনা বলেন, ”মমতা দিও আমাদের খুব কাছের মানুষ।”
আরও পড়ুনঃ ১১ থেকে ১৩ পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের
এদিকে অমিত শাহ-র সঙ্গে নৈশভোজের পরদিন ইএম বাইপাসের ধারে একটি হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহানাগরিক ফিরহাদ হাকিম।