কলকাতা টুডে ব্যুরো:সম্প্রতি দ্বিতীয়বার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার অনুরোধ এবং অনুমতির তোয়াক্কা না করেই পোস্ট করা হল ভামিকার ছবি। সেই সূত্রেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতি তুমুল ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।
কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন অনুষ্কা-বিরাট। সঙ্গে অবশ্যই ছিল তাঁদের ছোট্ট মেয়ে ভামিকা। মালদ্বীপ থেকে নিজেদের ছবি পোস্ট করলেও, ভামিকার এক ঝলকও তাঁরা দেখাননি। এদিকে মালদ্বীপ থেকে ফেরার পথে বিমানবন্দরে তাঁদের ছবি তোলার জন্য জড়ো হন পাপারাৎজি থেকে চিত্র সাংবাদিকরা। সেখানে অনেকেই ভামিকাকেও ক্যামেরাবন্দি করেছেন। কিন্তু অধিকাংশই ছবি পোস্ট করেননি।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২৩০ জন, মৃত্যু ১ জনের
অন্যদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম মারফত আবারও ভামিকার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনুষ্কা, বিরাট এবং ভামিকাকেও ট্যাগ করা হয়। বিষয়টি নজরে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্কা।
লিখেছেন, ‘কেন বারবার অনুরোধ করা সত্ত্বেও অনুমতি ছাড়াই ছবি প্রকাশ করা হল! সন্তানের ভাল-মন্দ কি পরিবারের থেকে আপনারা ভাল বোঝেন? অন্যান্য মিডিয়া হাউজ এবং পাপারাৎজির থেকে কিছু শিখুন।’