কলকাতা টুডে ব্যুরো:রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেশ কিছুক্ষণ রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তখন উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।
পাহাড়ে ধনখড় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে ফের ডেলোর প্রসঙ্গ তোলেন মহম্মদ সেলিম। সেই সঙ্গে হিমন্ত বিশ্বশর্মাকে মোদীর বার্তাবাহক হিসেবেও ইঙ্গিত করেন তিনি।
তাঁর কথায়, “কুছ কুছ হোতা হ্যায়। টুইট কে পিছে কেয়া হোতা হ্যায়, ও দেখো। ডেলোতে যা হয়েছিল সেটি কি দার্জিলিংকে সুইজারল্যান্ড করার জন্য? আর এখন রাজ্যপাল মানে কী? কেন্দ্রীয় সরকারের একজন এজেন্ট। এখন আবার একা রামে রক্ষে নেই, সঙ্গে সুগ্রীব দোসর। অসমের মুখ্যমন্ত্রী আসবেন মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে।”
আরও পড়ুনঃ দার্জিলিং-এ রাজ্যপালের সঙ্গে চা খেলেন মুখ্যমন্ত্রী, খোঁচা সেলিম-অধীরদের
এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরি বলেন, “মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে, তা আমাদের কাছে স্পষ্ট। দিল্লিতে দেখতে পাই আমরা সেটা। মোদীও বলছেন কংগ্রেস মুক্ত ভারত, মমতাও বলছেন কংগ্রেস মুক্ত ভারত। মোদী বলছেন কংগ্রেস হঠাও, মমতাও বলছেন কংগ্রেস হঠাও। তাই রাজ্যপালের কাছে তিনি যাবেন, চা খাবেন, হিমন্ত বিশ্বশর্মা আসবেন, এতে তো অবাক হওয়ার কিছু নেই।”