কলকাতা টুডে ব্যুরো:২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,০৮৬ জন। সোমবার সংখ্যাটা ছিল ১৬,১৩৫। কমেছে দৈনিক মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১৯ জন।
এদিকে আবার ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে বলে দাবি ইজরায়েলি গবেষকদের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৫৮ জন।
আরও পড়ুনঃ ’মোদী উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ ভয় এবং আতঙ্কের জায়গা’,তোপ শুভেন্দুর
সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৩ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৭৯ হাজার ৪৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৮৬৪ জন। দেশে অ্যাকটিভ কেসের ০.২৬ শতাংশে পৌঁছে গিয়েছে।