কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৯৮ জন। সংক্রমণের হার ২ দশমিক ২৬ শতাংশ।বুধবারের তুলনায় কিছুটা কমল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। বুধবার যেখানে ২০০ পেরিয়ে গিয়েছিল রাজ্যের নতুন কোভিড সংক্রমণ। সেখানে এদিন কিছুটা কমে রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ ১৯৮টি। যদিও আগের তুলনায় রাজ্যে কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধির দিকে।
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০লাখ ২০হাজার ৯৭২ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬১ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন১৯লাখ ৯৪ হাজার ৫৯১ জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৮হাজার ৭৪৯ জনের ৷
আরও পড়ুনঃ ’দাঙ্গা করে কিছু লোভী নেতা,’ দক্ষিণেশ্বরে বললেন মমতা
সুস্থতার হার রাজ্যে এই মুহূর্তে ৯৮.৮৯ শতাংশ। শুধু তাই নয়, রাজ্যে মোট ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৯১ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য তরফে দেওয়া বুলেটিনে জানা যাচ্ছে।