Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ০৪৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ০৪৪ জন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ০৪৪ জন। যা শুক্রবার ছিল ২০ হাজার ০৩৮ জন। গতকালের তুলনায় কিছুটা বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুক্রবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৪৭ । ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট।

রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৫ হাজার ৬৬০ জন।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৩০১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৪৮ শতাংশ।

 

আরও পড়ুনঃ নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ডাকাত’ বললেন শুভেন্দু

এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৬৩ হাজার ৬৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৭৬০ জন। দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩২ শতাংশে পৌঁছে গিয়েছে। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.৮০ শতাংশ

Related Articles

Leave a Comment