Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২৩০ জন, মৃত্যু ১ জনের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২৩০ জন, মৃত্যু ১ জনের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ। বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্তর সংখ্যা দুশোরও বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন, মৃত্যু ১ জনের। সংক্রমণ হারও প্রায় ৩ শতাংশ।

 

এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে সেঞ্চুরি না করলেও দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (১৩)। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সূত্রের খবর, রাজ্যের দৈনিক সংক্রমণের হার ২.৯৫ শতাংশ। যা মঙ্গলবার ছিল ১.৮৫ শতাংশ।

আরও পড়ুনঃ রাজ্যে আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

 

রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৭৭৪ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। তবে এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Comment