কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ২,৬৫৯ জন। একদিন আগেই এই সংখ্যাটা ছিল ১,৯১৫। এর পাশাপাশি গত একদিনে বাড়ল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হলেন ৫ জন।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক পজিটিভিটি রেট ১৮.৪৬ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৭৪৩ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৫৭৯ জন। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমানে সংক্রমিত যথাক্রমে ১৬৮ ও ১২৯ জন।
এদিন সুস্থতার সংখ্যা ছিল ৯৮৩। তাই সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৫ হাজার ৮৮০ তে, অর্থাত্ ২৬ হাজারের কাছাকাছি। পজিটিভিটি রেট সোমবার ছিল সাম্প্রতিককালের মধ্যে সর্বোচ্চ, ২১.২৯ শতাংশ। এদিন তা সামান্য কমে হয়েছে ১৮.৪৬ শতাংশ।