Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় লেশে ১৭ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় লেশে ১৭ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ১৭ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারের কাছাকাছি।

 

অর্থাৎ চতুর্থ ওয়েভ যে উঁকি দিতে শুরু করেছে তার ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার করোনা সংক্রমণে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছিল ৮৩,৯৯০। দৈনিক পজিটিভিটির সংখ্যা বেডে হয়েছে ৪.৩২ শতাংশ। আর অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮,২৮৪।তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

 

আরও পড়ুনঃ মনোনয়ন জমা দ্রৌপদীর

চলতি বছরের শুরুতে করোনার বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল। তবে কয়েক সপ্তাহেই তা রোধ করা গিয়েছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হয়। বিধিনিষেধও তুলে নেওয়া হয়। ফলে রাস্তাঘাটে ভিড় বেড়েছে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, দূরত্ব বিধি শিকেয় উঠেছে। যার ফলাফল ফের করোনার বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। যদিও সংক্রমণ বাড়তে থাকায় ফের একবার কোভিড বিধি ফেরানোর পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Related Articles

Leave a Comment