Home লাইভ আপডেট IND vs ENG 2nd Test: ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে জয় হল ভারত

IND vs ENG 2nd Test: ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে জয় হল ভারত

by Web Desk
IND vs ENG 2nd Test: ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে জয় হল ভারত

IND vs ENG 2nd Test: দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে জয় হল ভারতের

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে জয় হল ভারতের। ১০৬ রানে হারাল ভারত। খেলা শেষ হয়ে গেল মাত্র চার দিনে। এই সিরিজ়ে নিজেদের সমতা ফেরালো রোহিত শর্মার দল।

চতুর্থ দিনের খেলা শুরু হয় বেশ ভাল গতিতেই । এক দিক থেকে যশপ্রীত বুমরা ও অন্য দিকে অক্ষর পটেলকে বল দেন রোহিত শর্মা। দু’জনে চেষ্টা করেও উইকেট তুলতে পারছিলেন না। ২৩ রান করে আউট হয়ে যান  রেহান। অক্ষরকে সঙ্গ দেয় তার ভাগ্য। রেহানের বলটি নিচু হয়ে যাওয়ায় ব্যাটে লাগাতে পারেননি তিনি।

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের বার্তা একই ছিল অর্থাৎ তাঁরা জানিয়েছিল, লক্ষ্য বড় হলেও খেলার ধরন বদলাবে না তারা। সেটাই দেখা যায় ফুটে ওঠে তাদের খেলায় ব্যাটারদের খেলায়। ওলি পোপ ব্যাট করতে নেমে শুরু থেকেই সুইপ, রিভার্স সুইপ খেলতে শুরু করেন। ফলে রান উঠছিল ভাল মতই। কিন্তু তার পাশাপাশি আউট হওয়ার সম্ভাবনাও বাড়ছিল। ২১ বলে ২৩ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন পোপ। স্লিপে ভাল ক্যাচ ধরেন অধিনায়ক রোহিত।

এদিনের ম্যাচে, জো রুটও প্রথম বলে রিভার্স সুইপ খেলে শুরু করেন। পর পর দুই উইকেট পড়লেও রান তোলার গতি কমায়নি তারা। ১০ বলে ১৬ রান করে অশ্বিনের বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যায় রুট। ইংল্যান্ডের ইনিংস এক দিকে ধরেছিলেন ক্রলি।

ভারতের কাছে বড় ধাক্কা খায় ইংল্যান্ড

বিরতির ঠিক আগে ভারতের কাছে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথমে ৭৩ রানে ব্যাট করা ক্রলিকে আউট করেন কুলদীপ যাদব। আম্পায়ার প্রথমে নিজের সিদ্ধান্ত না জানালেও , রিভিউ নিয়ে সফল হন রোহিত। তার পরে বুমরার ভিতরে ঢুকে আসা বল বুঝতে না পেরে ২৬ রানের মাথায় এলবিডব্লিউ হন জনি বেয়ারস্টো।

বলাই বাহুল্য ইংল্যান্ডের আশা টিকে ছিল বেন স্টোকসের উপর। কিন্তু বিরতির পর রান আউট হয়ে যান তিনি। শ্রেয়স আয়ারের থ্রো যে সরাসরি উইকেটে লেগে যাবে তা বুঝতে পারা যায়নি। সেই কারণে কিছুটা ধীরে দৌড় শুরু করেছিলেন। সেটাই কাল হয়। স্টোকস আউট হওয়ার পরে জুটি বেঁধেছিলেন বেন ফোকস ও টম হার্টলি। তাঁরা বেশ ভাল খেলছিলেন। অযথা তাড়াহুড়ো করেননি। ফলে তাঁদের আউট করতে সমস্যা হচ্ছিল বোলারদের। দু’জনের মধ্যে ৫৫ রানের জুটি হয়।

জুটি ভাঙেন বুমরা। ৩৬ রানের মাথায় ফোকসকে বোকা বানিয়ে আউট করেন তিনি। শোয়েব বশিরের উইকেট নেন মুকেশ কুমার। শেষ উইকেটও নেন বুমরা। হার্টলি ৩৬ রানে বোল্ড হওয়ার সঙ্গেই খেলা শেষ হয়ে যায়। ম্যাচ হারে ইংল্যান্ড।

Related Articles

Leave a Comment