Home সংবাদসিটি টকস শহরের বিভিন্ন জায়গায় উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস

শহরের বিভিন্ন জায়গায় উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দেশে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে পালন করা হলো এই দিনটিকে। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উত্তোলন করে এদিন দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে এই দিনটিকে উদযাপন করেন পতাকা উত্তোলন করে সঙ্গে তথা ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী গানের ছন্দে পা মেলান।

রাজ্যের অন্যান্য জায়গাতেও এই দিনটিকে উদযাপন করা হয়।কলকাতা পুরসভায় 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন মহানাগরিক ফিরহাদ হাকিম।

পূর্ব রেলের পক্ষ থেকে বেহালায় জেমস লং স্বরনিতে পূর্ব রেলের স্পোর্টস কমপ্লেক্স এ 75 তম স্বাধীনতা দিবস পূর্তি অনুষ্ঠান উপলক্ষে সমারহের সঙ্গে পালিত হল 75তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।

ভারতের স্বাধীনতার 75 তম বছর উদযাপন হল গার্ডেনরিচ সাউথ ইস্টার্ন রেলওয়ে হেড অফিস BNRএ ।সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশি এসে জাতীয় পতাকা উত্তোলন করলেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিল রেলের আধিকারিকরা প্যারটের মাধ্যমে আরপিএফ জওয়ানরা জাতীয় পতাকাকে সম্মান জানালেন।

ভারতের স্বাধীনতার 75 তম বছর উদযাপন করতে , কলকাতা ভারতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের উন্নয়নমূলক কারণ এবং চ্যালেঞ্জগুলির জন্য নিজেদেরকে পুনরায় উৎসর্গ করার জন্য যথাযথ COVID প্রোটোকল বজায় রেখে একটি বিশেষ স্বাধীনতা দিবস প্যারেডের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুযায়ী, একটি বিশেষ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) প্রায় 620 জন জওয়ান দ্বারা বর্ণাঢ্য অনুষ্ঠান সহ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ SMP-এর খিদিরপুর ডক এলাকায় কাটা পুকুরে অনুষ্ঠিত হল।

শ্রী বিনিত কুমার, চেয়ারম্যান, এসএমপি, কলকাতা জাতীয় পতাকা উত্তোলন করলেন এবং গার্ড অব অনার নিলেন। চেয়ারম্যানকে সহযোগিতা করলেন শ্রীমতি মো. পিয়ালী শর্মা, সিনিয়র কমান্ড্যান্ট, সিআইএসএফ, এসএমপি, কলকাতা।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বেহালাতে চৌরাস্তায় নিজের বাড়ির সামনের অফিসে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলেন।

এবং সৌরভ গাঙ্গুলি সাধারণ মানুষকে শুভেচ্ছা বার্তা দিলেন। দল কেমন ফল করবে এশিয়া কাপে সেই নিয়ে সৌরভ গাঙ্গুলী বললে ভারতীয় দল ভালো দল ভালো ফল করবে।

Topics

Independence Day Sourav Ganguly Celebration Administration  Kolkata

Related Articles

Leave a Comment