Home খেলাধুলাক্রিকেট অবসর ঝুলন গোস্বামীর, আক্ষেপ হয়ে রয়ে গেল বিশ্বকাপ ট্রফি

অবসর ঝুলন গোস্বামীর, আক্ষেপ হয়ে রয়ে গেল বিশ্বকাপ ট্রফি

পুজোর আগেই ঘরে ফিরে এলেন বাংলার মেয়ে।ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজোর আগেই ঘরে ফিরে এলেন বাংলার মেয়ে।ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে নামলেন ঝুলন, তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ বাংলা ক্রিকেটের একাধিক কর্তা ব্যক্তিরা। জীবনের আক্ষেপের প্রসঙ্গে ঝুলন গোস্বামীর বক্তব্য, “বিশ্বকাপের ট্রফিটা নিয়ে এসে যদি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, আরও ভালো হত।”

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি বিদায়ী বার্তায় ঝুলন লিখেছেন, ‘একজন ক্রিকেটার হিসাবে,আমি সবসময়ই সৎ ছিলাম এবং আশা করি যে আমি ভারত এবং বিশ্বে মহিলাদের ক্রিকেটের বৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হয়েছি। আমি আশা করি আমি এই সুন্দর খেলাটি খেলতে পরবর্তী প্রজন্মের মহিলাদের অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছি।’

ঝুলন গোস্বামী আরও লিখেছেন,‘প্রতিটি যাত্রার মতোই আমার ২০ বছরেরও বেশি সময়ের ক্রিকেটিং যাত্রাও আজ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে শেষ হয়েছে।’ ঝুলন গোস্বামী ২০০২সালে তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন এবং মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজের ক্যারিয়ার শেষ করেন। তিনি ১২টেস্টে ৪৪টিউইকেট,২০৪টিওয়ানডেতে ২৫৫টিউইকেট এবং ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৫৬টিউইকেট শিকার করেছেন।

Topics
India BCCI Jhulan Goswami Cricket Sports Kolkata

Related Articles

Leave a Comment