Home সংবাদবর্তমান ঘটনা খড়্গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, প্যারাস্যুটে নেমে প্রাণে বাঁচলেন পাইলট

খড়্গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, প্যারাস্যুটে নেমে প্রাণে বাঁচলেন পাইলট

by Web Desk
খড়্গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, প্যারাস্যুটে নেমে প্রাণে বাঁচলেন পাইলট

এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই

ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্যারাসুটের মাধ্যমে নিচে নেমে প্রাণে বাঁচেন বায়ুসেনার পাইলট। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ খড়গপুর থানার অন্তর্গত শুকনিবাসা, দিয়াসা এলাকায় ভেঙে পড়ল বিমানটি। কলাইকুন্ডা বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর খড়গপুর থানার অন্তর্গত দিয়াসা এলাকায় একটি ধান জমিতে ভেঙে পড়ে হক প্রশিক্ষক বিমানটি। এই ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা বায়ুসেনাঘাঁটির আধিকারিকরা হেলিকপ্টারে করে পৌঁছন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত কমিটি তৈরি করছে সেনা।

কেশিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা গ্রামের পিচ রাস্তার পাশে ধান জমিতে প্রকাণ্ড শব্দে আছড়ে পড়ে একটি বোমা

প্রসঙ্গত, সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা গ্রামের পিচ রাস্তার পাশে ধান জমিতে প্রকাণ্ড শব্দে আছড়ে পড়ে একটি বোমা। কেঁপে ওঠে চারদিক। দাউদাউ করে জ্বলতে থাকে মাঠের ধান। মাঠে থাকা একটি স্যালো পাম্পের অ্যাসবেস্টসের ছাউনটিতে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয় পাম্পটিও। ঘটনার পরেই আশেপাশের গ্রামের মানুষ জড়ো হয়ে যান ঘটনাস্থলে। পুরো এলাকা ঘিরে ফেলে সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।

Related Articles

Leave a Comment