Home সংবাদসিটি টকস ‘হেনস্থার শিকার’, যাদুঘর গুলিকাণ্ডে বললেন জওয়ান

‘হেনস্থার শিকার’, যাদুঘর গুলিকাণ্ডে বললেন জওয়ান

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:’হেনস্থার শিকার’, বিরক্ত হয়ে গুলি চালিয়েছি, দাবি ধৃত জওয়ানের ,ভারতীয় জাদুঘরের CISF ব্যারাকে থাকতেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। এলাকায় পরিচিত ছিলেন মিশ্রজি নামে। আশপাশের চায়ের দোকানে এসে গল্পও করতেন। তাঁকে ভালো লোক হিসেবেই চিনতেন স্থানীয়রা। ছুটি পাওয়া নিয়ে ক্ষোভ ছিল, সে কথা প্রকাশও করে ফেলতেন, দাবি স্থানীয়দের। তবে ওই জওয়ান যে এভাবে তাণ্ডব চালিয়েছেন, তা জেনে হতবাক পরিচিতরা।

গত বুধবার এ কে মিশ্রের বাবা মারা যাওয়ায় তিনি ছুটির আবেদন করেছিলেন। ওয়াকিবহাল মহলের ধারনা, তা নিয়েই মূল ঝামেলার সূত্রপাত ইনস্পেক্টর সমাদ্দারের সঙ্গে। সূত্রের খবর, শুধু ছুটি নয়। অভিযুক্তের সঙ্গে সবাই ঠাট্টা ইয়ার্কি চলত বলেও খবর। সেটা নিয়েও তার মনে রাগ ছিল বলে মনে করা হচ্ছে। সবকিছু নিয়েই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে খবর।

Topics

Indian Museum CISF Firing Administration Kolkata

Related Articles

Leave a Comment