Home সংবাদসিটি টকস জাদুঘরকাণ্ডে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা, অস্ত্র ভান্ডার এর চাবি ছিল অক্ষয় কুমার মিশ্রের কাছে

জাদুঘরকাণ্ডে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা, অস্ত্র ভান্ডার এর চাবি ছিল অক্ষয় কুমার মিশ্রের কাছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কলকাতা পুলিশের তৎপরতায় জাদুঘরকাণ্ডে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা। পুলিশ সূত্রে খবর, ঘাতক জওয়ানের দায়িত্বেই ছিল CISF-এর অস্ত্রভাণ্ডার। তার চাবিও ছিল অক্ষয়কুমার মিশ্রর কাছে। যে বিল্ডিংয়ে অক্ষয় লুকিয়ে ছিলেন, সেখানেই রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বুলেট ঠাসা CISF-এর অস্ত্রভাণ্ডার। পুলিশ সূত্রে খবর, সেক্ষেত্রে আত্মসমর্পণের বদলে ওই জওয়ান সংঘাতে গেলে বড় বিপর্যয় হতে পারত।বিপর্যয় ঠেকাতে বারবার ফোনে কথা বলে আত্মসমর্পণের জন্য বোঝানো হয় ঘাতক জওয়ানকে।

প্রথমে অক্ষয়ের ধারণা হয়, পুলিশ তাঁকে গুলি করবে। পুলিশ বিনা অস্ত্রে কাছে যাওয়ার প্রতিশ্রুতি দিলে কথা বলতে রাজি হন অক্ষয়। তাঁর সব কথা শোনা হবে বলে আশ্বস্ত করার পর আত্মসমর্পণ। খবর পুলিশ সূত্রে।

ভারতীয় জাদুঘরের CISF ব্যারাকে থাকতেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। এলাকায় পরিচিত ছিলেন মিশ্রজি নামে। আশপাশের চায়ের দোকানে এসে গল্পও করতেন। তাঁকে ভালো লোক হিসেবেই চিনতেন স্থানীয়রা। ছুটি পাওয়া নিয়ে ক্ষোভ ছিল, সে কথা প্রকাশও করে ফেলতেন, দাবি স্থানীয়দের। তবে ওই জওয়ান যে এভাবে তাণ্ডব চালিয়েছেন, তা জেনে হতবাক পরিচিতরা।

Topics

Indian Museum CISF Firing  Administration Kolkata

 

 

Related Articles

Leave a Comment