কলকাতা টুডে ব্যুরো:কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ৯৭ তম মৃত্যু দিবস কেওড়াতলা মহাশ্মশানে মাল্যদান করলেন কলকাতা মহানগরী ফিরহাদ হাকিম।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সিবিআইয়ের জেরা প্রসঙ্গে এদিন ফিরহাদ বলেন,” ভারতবর্ষের বর্তমান স্বৈরাচারী সরকার বিরোধীদের গুঁড়িয়ে দিতে চাইছে। বিরোধীদের কলঙ্কিত করার মাধ্যমে তাদের বিরুদ্ধে ইডি , সিবিআই এর মত এজেন্সিকে দিয়ে বিরোধীদের কোমর ভেঙে দিতে চাইছে। কংগ্রেস দল ও তার নেতৃবৃন্দ এটা অনেক দেরিতে বুঝলো। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নেতা-নেত্রীরা অনেক আগে থেকেই এটা দেশব্যাপী বিরোধীদের বলে আসছে।”
বাংলা আবাস যোজনা বা জল স্বপ্নের মতো প্রকল্প গুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্পগুলির নামকরণ করা হচ্ছে তাই কেন্দ্রীয় সরকার আর এই প্রকল্প গুলির জন্য টাকা দেবে না। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই জানিয়েছেন।এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্যকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন,”শুভেন্দু অধিকারী কি বাংলা বিরোধী?
আরও পড়ুনঃ Agnipath new Scheme Protest:অগ্নিপথে ‘অগ্নিবীর’-রা
বাংলার নামে তার গাত্রদাহ কেন?বাংলার বাড়ি প্রকল্পের ৬০% টাকা রাজ্য সরকারকে দিতে হয়। অর্থাৎ এই টাকা বাংলার মানুষের ট্যাক্সের টাকা। মাত্র ৪০ শতাংশ যে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে তা বাংলার মানুষের কাছে থেকে টেক্স মারফত তুলে নিয়ে গিয়ে প্রজেক্ট ওয়াইস টাকা দেয়। অর্থাৎ বাংলার মানুষের ট্যাক্সের টাকায় কেন্দ্রীয় সরকার প্রকল্পের জন্য দিচ্ছে। তাতে প্রধানমন্ত্রীর নাম দেওয়া হবে কেন?নিশ্চয়ই কেন্দ্র আপত্তি করতে পারত যদি আমরা মুখ্যমন্ত্রীর নাম দিয়ে বা মুখ্যমন্ত্রী আবাস যোজনা লিখতাম। উত্তরপ্রদেশের যোগী সরকার মুখ্যমন্ত্রী আবাস যোজনা লিখছে। তাতে কেন কেন্দ্রীয় সরকারের কোন আপত্তি নেই। শুভেন্দু অধিকারী কি বাংলায় থাকেন না? বাংলায় গান গাইবেন না?
শুভেন্দু আসলে নতুন নতুন বিজেপি দলে ঢুকেছেন। তাই তিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কে খুশি করতে আগামী দিনে আর কত দালালি করবেন?”