কলকাতা টুডে ব্যুরো: দুরন্ত জয় মোহনবাগানের। ২-০ গোলে জয় পেল সবুজ মেরুন। ইস্টবেঙ্গল বিধ্বস্ত হল। খেলার ৫৫ মিনিটের মাথায় এগিয়ে গেল ATK Mohunbagan। তারা হুগো বুমোসের গোলে এগিয়ে গিয়েছে। ৬৫ মিনিটে আবারও গোল দিলেন মনবীর সিং। ২-০ গোলে এগিয়ে গিয়েছে বাগান। ওই ফলই শেষে থেকে যায়।
📺 Relive @adnan_hugo's goal in the #KolkataDerby through the sidelines! 🤩#ATKMBEBFC #HeroISL #LetsFootball #ATKMohunBagan #HugoBoumous | @atkmohunbaganfc pic.twitter.com/28zLs78hzm
— Indian Super League (@IndSuperLeague) October 29, 2022
যুবভারতীতে ৬২ হাজার দর্শক ডার্বির আমেজে অন্য মাত্রা এনে দেয়। এবারের ডার্বিতে অনেক কিছুই বদলে গিয়েছে, বদল একই রইল শুধু ফলাফল। গত ছয় ডার্বির মতো এবারেও শেষ হাসি হাসলেন সবুজ-মেরুন সমর্থকরা।
ইস্টবেঙ্গলের গোলরক্ষক কমলজিতের ভুলে এগিয়ে গেল সবুজ-মেরুন। উত্তেজিত বাগান গ্যালারি। বক্সের বাইরে থেকে নীচু শট নিয়েছিলেন বুমোস। কমলজিত্ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তাঁ বাঁচালেও বল হাতে লেগে গোলে ঢুকে যায়। তারপর গোল মনবীরের। সেইসময় বুমোই বড় ভূমিকা নেন।
খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দুটি দল অনবদ্য ফুটবল খেলেছে। বহুদিন পরে এমন মেজাজে বড় ম্যাচ হচ্ছে। শহরে ফুটবল জ্বর নিয়ে এল কলকাতার দুটি নামই দল।
লাল হলুদ রক্ষণে ভরসা দিয়েছিলেন সার্থক, কিন্তু বিরতির পরে রোধ করতে ব্যর্থ। ম্যাচের ৩৪ মিনিটে প্রতিআক্রমণে এটিকে মোহনবাগান এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের বক্সের দিকে। কিন্তু সার্থকের জন্য লিস্টন সুযোগ কাজে লাগাতে পারলেন না।
তিন জনকে ডজ করে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন হুগো বুমোস। তবে সার্থকের কারণে নিশ্চিত গোল করতে পারল না। তবে বুমোস দারুণ খেলেছেন বিরতির পরে।
কেরলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন দিমিত্রি পেত্রাতোস। এদিন গোল পেতে ব্যর্থ। হুগো বুমোস এবং মনবীর সিং দুরন্ত। কাকে ছেড়ে কাকে আটকাবেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। বুমোসকে আটকালে আক্রমণে উঠে গেছেন কাউকো। লিস্টনও দেখিয়ে দিলেন নিজের বোধ।
বছর দেড়েক আগে মুম্বই সিটি থেকে বুমোসকে তুলে নিয়েছিল মোহনবাগান। তার পর থেকে তিনি সবুজ-মেরুন জার্সিতে দুরন্ত।