কলকাতা টুডে ব্যুরো: ISL অভিযানের শুরুতেই বড় ধাক্কা ইস্টবেঙ্গলের। কেরালা ব্লাস্টার্সের কাছে ৩-১ গোলে হার। প্রথমার্ধে লড়াইয়ের পর দ্বিতীয়ার্ধে তাল হারিয়ে ফেলল স্টিফেন কন্সট্যানটাইনের দল।
ইস্টবেঙ্গলের দুটো উইংই শুরু থেকে নিস্তেজ ছিল। মাঝমাঠে একা লিমাই চেষ্টা চালান। ক্লেটন সিলভা একা হয়ে পড়ছিলেন। শুরু থেকেই ভুলের বন্যা অঙ্কিত মুখোপাধ্যায়ের। তবে গোলকিপার কমলজিতের তৎপরতায় কিছুটা মুখরক্ষা হয়েছে।
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম কার্যত হলুদ সমুদ্রে পরিণত হয়েছিল। ঘরের মাঠে দাপুটে জয় তুলে নিল কেরালা ব্লাস্টার্স। জোড়া গোল করলেন ইভান কালইউজানহি। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল অ্যালেক্স লিমার।
ম্যাচের প্রথমার্ধে হঠাৎই দুই দল ঝামেলায় জড়িয়ে পড়ে। হাতাহাতিতে পৌঁছে যায়। প্রথমার্ধে ০-০ ব্যবধানে শেষ হয়।ম্যাচের ৭২ মিনিটে খাতা খোলেন আদ্রিয়ান লুনা। হরমনজ্যোৎ খাবরার ক্রস থেকে গোল করেন লুনা। প্রয়াত মেয়েকে উৎসর্গ করেন গোল। পরিবর্ত হিসেবে নেমে ৮২ মিনিটে গোল করে যান ইভান কালইউজানহি। তাঁকে আটকানোর মতো কেউ ছিল না।