Home সর্বশেষ সংবাদ Governor:শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল

Governor:শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে ৷ এ কথা টুইট করে নিজেই জানিয়েছেন ধনকড় ।

 

 

যদিও কেন ডাকা হয়েছে, টুইটে তার কারণ ব্যাখ্যা করেননি রাজ্যপাল। তিনি লিখেছেন, ‘আজ দুপুরেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করা হয়েছে রাজভবনে।’ রাজ্যপালের ওই টুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা।

 

আরও পড়ুনঃ বলিউডের খবর এক নজরে

 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে তলব করে সিবিআই। তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। অন্য একটি মামলায় বার বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে।

 

 

 

তাঁর মেয়ে অঙ্কিতার স্কুলে নিয়োগ অবৈধ ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। তাঁকে চাকরি থেকে ছাঁটাই করার রায়ও দেয় আদালত।
এই আবহে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবকে রাজ্যপালের তলব কোনদিকে নয়া মোড় নেয় সেই দিকেই নজর বঙ্গবাসীর।

Related Articles

Leave a Comment