Home রাজনৈতিক ‘এটা প্রশাসনিক ব্যর্থতা’, KK-র মৃত্যুর প্রসঙ্গে বিস্ফোরক রাজ্যপাল

‘এটা প্রশাসনিক ব্যর্থতা’, KK-র মৃত্যুর প্রসঙ্গে বিস্ফোরক রাজ্যপাল

by Soumadeep Bagchi
কলকাতা টুডে ব্যুরো:সঙ্গীতশিল্পী কেকে’‌র মৃত্যু নিয়ে যখন বিতর্ক দানা বেঁধেছে তখন তাতে বাড়তি ইন্ধন জোগালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকী এই ঘটনা জন্য কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ী করেছেন রাজ্যপাল। ‘রিস্ক ম্যানেজমেন্ট’–এর কোনও ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করেন রাজ্যপাল।
শনিবার উত্তরবঙ্গ সফর শেষে বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশ রওনা দিয়েছেন রাজ্যপাল। রবিবার উদয়পুর সফরে যাওয়ার কথা তাঁর। কেকে-র মৃত্যু প্রসঙ্গে রাজ্যপালের অভিযোগ, এটা ‘প্রশাসনিক ব্যর্থতা’। তিনি বলেন, ‘‘সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু বেদনাদায়ক। আমাকে অনেকে ভিডিয়ো পাঠিয়েছেন। অনুষ্ঠান কর্তৃপক্ষের অসাবধানতা এবং গাফিলতি এর জন্য দায়ী। ভিড় সামলানো বা তা মাথায় রেখে অনুষ্ঠান করা উচিত ছিল।’’ সঙ্কটের সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ধনখড়।
গত বুধবার সকালে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত হয় কেকে-র। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, বাঁদিকের ধমনীতে থাকা ৭০ শতাংশ ব্লকেজের ফলে মৃত্যু কেকে-র। অতিরিক্ত উত্তেজনায় সেই ব্লকেজ বেড়ে আচমকাই বন্ধ হয়ে যায় রক্ত চলাচল। পরিণতি, কার্ডিয়াক অ‌্যাটাক এবং অকাল প্রয়াণ। যদিও ৫৩ বছর বয়সি শিল্পীর আকস্মিক প্রয়াণ তুলে দিয়েছে একাধিক প্রশ্ন।

Related Articles

Leave a Comment