Home সংবাদবর্তমান ঘটনা হরপ্পা বানের জল কোথা থেকে এল? সেটি পরে তদন্তে বেরোবে’, মালবাজারে মৃতদের বাড়ি ঘুরে বললেন মমতা

হরপ্পা বানের জল কোথা থেকে এল? সেটি পরে তদন্তে বেরোবে’, মালবাজারে মৃতদের বাড়ি ঘুরে বললেন মমতা

মালবাজারে নেমেই মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় নিহতদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মালবাজারে নেমেই মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় নিহতদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বজনহারা ৬টি পরিবারের সদস্যদের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী শোকাহতদের সঙ্গে কথা বলেন। পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, “বিপর্যয়, দুর্যোগ, অঘটন ঘটে। মালে এমনই একটি ঘটনা ঘটেছিল। হড়পা বানে বা জলটি কোথা থেকে এসেছে, সেটি পরে তদন্ত করে বেরোবে। আটজন মারা গিয়েছেন। আমি নিজে ছয়জনের বাড়িতে গিয়ে দেখা করলাম। আর একজনের পরিবার এখানে নেই। তাঁরা গয়ায় গিয়েছেন। আমি এদের সঙ্গে কথা বলে গেলাম।”

সোমবার বিকেল প্রায় চারটে নাগাদ মুখ্যমন্ত্রীকে নিয়ে বায়ুসেনার হেলিকপ্টার বড়দীঘি হাইস্কুল মাঠে অবতরণ করে। তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান মোড় থেকে বড়দীঘি হাইস্কুল পর্যন্ত ২ কিমি রাজ্য সড়কের দু’‌ধারে অসংখ্য মানুষ দুপুর থেকেই নেত্রীকে একবার দেখার জন্যে অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, আইজি উত্তরবঙ্গ দেবেন্দ্র প্রসাদ সিং সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এরপর যান মাল নদীতে হড়পা বানে নিহতদের বাড়িতে। স্বজনহারা ওই ছয় পরিবারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। দীর্ঘ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের যন্ত্রনার কথাও তিনি শোনেন। এরপর ফিরে আসেন তেশিমলা এলাকার একটি রিসর্টে। এখানেই তিনি রাত কাটিয়ে মঙ্গলবার সকালে মাল আদর্শ বিদ্যাভবনে প্রশাসনিক বৈঠক করবেন। দুর্যোগের রাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে যুবকেরা হড়পা বানে ভেসে যাওয়াদের প্রাণ বাঁচিয়েছিলেন, এই বৈঠকে তাদেরও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের‌‌ও প্রশাসনিক বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে।

Related Articles

Leave a Comment