কলকাতা টুডে ব্যুরো: বিসর্জনে গিয়ে হড়পা বানের কবলে পড়ে মৃত্যু হয়েছিল মালবাজারের ৮ জনের। সেই মৃতদের পরিবারের সদস্যদের চাকরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee । সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক মঞ্চ থেকে শোকগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেন। পাশাপাশি উদ্ধারকারীদেপ কৃতজ্ঞতা জানান। উদ্ধারকারীদেরও ১ লক্ষ টাকার চেক দেন মুখ্যমন্ত্রী।
ভয়াবহ হড়পা বানে মৃত্যু হয়েছিল তপন অধিকারী, সৌমেন্দ্র সাহা সহ ৮ জনের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তপন অধিকারীর মেয়ের হাতে প্রথমে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তারপরে অন্যান্যদের হাতেও তুলে দেন নিয়োগপত্র। জানা গিয়েছে, তাঁদের হোমগার্ড ও গ্রুপ সি’র চাকরি দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যিনি যেই পেশায় নিজেকে স্বচ্ছন্দ মনে করবেন তিনি সেই চাকরিই করবেন।
উল্লেখ্য, মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারের হাতে আগেই তুলে দেওয়া হয়েছিল ২ লক্ষ টাকা করে। প্রসঙ্গত, কিমৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরি দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, চাকরি বা টাকা শোককে কমিয়ে দিতে পারে না। তবুও বেঁচে থাকার জন্য প্রাথমিক কিছু জিনিস প্রয়োজন হয়। তাই সরকারের পক্ষ থেকে এই সাহায্য। এদিন উদ্ধারকারীদের হাতেও তিনি ১ লক্ষ টাকার চেক, শংসাপত্র তুলে দেন তিনি। দেওয়া হয় চাকরির প্রস্তাব।