Home সংবাদবর্তমান আপডেট Japan Plane Fire: জাপানে সুনামির পর এবার একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা

Japan Plane Fire: জাপানে সুনামির পর এবার একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা

by Web Desk
Japan airport-fire incident

মঙ্গলবার উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রিবাহী বিমানের ধাক্কা

একে সুনামি তার ওপর আরও এক ধাক্কা খেল জাপান। সূত্রের খবর রানওয়েতে মঙ্গলবার উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রিবাহী বিমানের ধাক্কা লাগে এবং আগুন জ্বলে যায় যাত্রিবাহী বিমানটিতে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সওয়ার ৩৬৭ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের টোকিয়ো-হানেডা বিমানবন্দরে।

জাপানের সংবাদ মাধ্যম জানিয়েছেন, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ছ’জন ছিলেন। এক জনকে উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচ জনের এখনও খোঁজ মেলেনি।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলবাহিনী

জাপানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রানওয়েতে যাত্রিবাহী বিমানটি অবতরণ করছিল। তখন ওই এয়ারবাসে বিমানটির গতি খুব বেশি ছিল। সে কারণে ধাক্কা খেয়ে তাতে দাউদাউ করে আগুন ধরে যায়। সূত্রের খবর, যাত্রিবাহী বিমানটি জাপান এয়ারলাইনসের। ইতিমধ্যে বিভিন্ন ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, বিমানের জানলার কাচ ভেঙে বেরিয়ে আসছে আগুনের ফুলকি, ধোঁয়া। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলবাহিনী।

ইতিমধ্যে ৭০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপৎকালীন কন্ট্রোলরুম খুলেছেন। সেখানে তিনি উপস্থিত থেকে উদ্ধারের খোঁজ খবর নিচ্ছেন।

টোকিয়োর হানেডা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি

সংবাদ মাধ্যমকে জাপান এয়ারলাইনস বিমান সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে উড়ে টোকিয়োর হানেডা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। হানেডা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর যে আধিকারিকেরা রয়েছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

তাদের বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন জ্বলেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে তাদের বিমানও কোনও না কোনও ভাবে জড়িত, সে বিষয়ে নিশ্চিত বলেই জানিয়েছেন এক আধিকারিক। এই ঘটনার পরেই হানেডা বিমানবন্দরের রানওয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

Related Articles

Leave a Comment