Home সংবাদবর্তমান আপডেট Jaya Bachchan: বিদায়ী ভাষণে ক্ষমা চাইলেন সমস্ত সদস্যের কাছে জয়া বচ্চন

Jaya Bachchan: বিদায়ী ভাষণে ক্ষমা চাইলেন সমস্ত সদস্যের কাছে জয়া বচ্চন

by Web Desk
Jaya Bachchan: বিদায়ী ভাষণে ক্ষমা চাইলেন সমস্ত সদস্যের কাছে জয়া বচ্চন

চেয়ারম্যান জগদীপ ধনকড়

কয়েকদিন আগেই রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সামনে নিজের মেজাজ হারান জয়া বচ্চন। শুক্রবার একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল জয়া বচ্চনকে(Jaya Bachchan)। বিদায়ী ভাষণে সমস্ত সদস্যের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ জায়া। সেই সঙ্গে মেনে নিলেন তিনি রগচটা। যদিও কাউকে আঘাত করার জন্য কোন কথা তিনি বলেননি।

ঠিক কী বলেছেন জয়া? তাঁকে বলতে শোনা গেল, ”লোকেরা আমার কাছে জানতে চায় আমি কেন এত রেগে যাই। এটা আমার স্বভাব। নিজেকে আমি বদলাতে পারব না। কোনও কিছু আমার পছন্দ না হলে কিংবা কোনও কিছুর সঙ্গে একমত না হলে আমি মাথা গরম করে ফেলি। যদি আমি কোনও খারাপ ব্যবহার করে থাকি আপনাদের কারও সঙ্গে, বা ব্যক্তিগত আক্রমণ করি তাহলে ক্ষমাপ্রার্থী।” প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ হিসেবে জয়ার মেয়াদ এদিনই শেষ হল।

আগের দিন নিজের মেজাজ হারান এবং রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব  চলাকালীন বিমান মন্ত্রক সংক্রান্ত একটি প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়। এর পরই কংগ্রেসের দীপেন্দর সিং হুডা ও অন্যান্য কয়েকজন সদস্যের সঙ্গে জয়া বচ্চনও দাঁড়িয়ে পড়ে প্রতিবাদ জানান। তাঁদের শান্ত করার চেষ্টা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তখনই জয়াকে (Jaya Bachan) বলতে শোনা যায়, ”আমরা স্কুলপড়ুয়া নই। কিন্তু আমাদের যেন সম্মান দেওয়া হয়।”

শুক্রবাসরীয় বিকেলে কার্যতই যেন বিষাদের ছোঁয়া রাজ্যসভায়। জয়া-সহ যে সাংসদদের মেয়াদ ফুরিয়ে গেল তাঁর উদ্দেশে জগদীপ ধনকড় বলেন, তাঁদের বিদায়ে একটা শূন্যস্থানের সৃষ্টি হল।

 

 

Related Articles

Leave a Comment