Home সংবাদসিটি টকস Jharkhand Gaming App Case: গেমিং অ্যাপ কাণ্ডে দু’জন গ্রেফতার নিউ টাউনের আবাসনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

Jharkhand Gaming App Case: গেমিং অ্যাপ কাণ্ডে দু’জন গ্রেফতার নিউ টাউনের আবাসনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

by Web Desk
Jharkhand Gaming App Case

নিউ টাউনের একটি আবাসন থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকা

নিউ টাউনের একটি আবাসন থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকা। সূত্রের খবর ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে বুধবারই ঘটনার উদ্ঘাটন করতে ইডির আধিকারিক দল কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় দু’কোটি টাকা। একই ঘটনায় নিউ টাউন থেকে এ বার দু’জনকে আটক করল কেন্দ্রীয় সংস্থা। ধৃতদের নাম সন্তোষ যাদব এবং সাগর যাদব।

গেমিং অ্যাপ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর

ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে গেমিং অ্যাপকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর। তাঁরই বন্ধু সন্তোষ। দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁরা কলকাতায় থাকেন। তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল ঝাড়খণ্ডে। সেই তদন্তে নেমে বুধবার কেষ্টপুরে হানা দেয় ইডি। এক কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার করা হয় এক ব্যক্তির বাড়ি থেকে । টাকার পাশাপাশি ওই বাড়ি থেকে মোবাইল ফোন এবং এটিএম কার্ড উদ্ধার করেছিল ইডি।

শুক্রবার একই ঘটনায় নিউ টাউনে হানা দেন কেন্দ্রীয় আধিকারিকেরা। আরও দু’জনকে গ্রেফতার করা হয়। এর আগেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি। তবে সেই তল্লাশি অভিযানের সঙ্গে ঝাড়খণ্ডের ঘটনার সম্পর্ক ছিল না।

Related Articles

Leave a Comment