কলকাতা টুডে ব্যুরো:১৭ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। শুক্রবার বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফত ডাউনলোড করা যাবে র্যাঙ্ক কার্ড। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
বিকেল চারটে থেকে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা।প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মাসি ডিগ্রি কোর্সে ভর্তির জন্য এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট ২০২২ পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। তবে অ্যানসার কি নিয়ে আপত্তি জানানোর সময়সীমা শেষ হয় ২৮ মে। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ১০ হাজার বেড়ে ১ লাখ ২ হাজারের কাছাকাছি পৌঁছয়। গত বছর পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হয়েছিল ১৭ জুলাই। পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পেরেছিলেন ৬ অগাস্ট।
Topics
Joint Entrance Examination, Results Administration Kolkata