কলকাতা টুডে ব্যুরো:অনেক অপেক্ষার পর এবার খুশির খবর বেহালাবাসীর জন্য কারণ ৩০তারিখ উদ্বোধন হতে চলেছে জোকা তারাতলা মেট্রো। ৩০ তারিখ উদ্বোধন হবে জোকা -তারাতলা মেট্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসবার পরে হাওড়া থেকে ভার্চুয়ালি জোকা- তারাতলা মেট্রো উদ্বোধন করবেন, পাশাপাশি এই মেট্রো পরিষেবা চালু হলে যেখানে জোকা থেকে তারাতলা পর্যন্ত সাধারণ মানুষের বাসে এবং অটো করে যেতে সময় লাগে ৪৫ মিনিট সেখানে দাঁড়িয়ে এই মেট্রো পরিষেবা চালু হলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই জোকা থেকে তারাতলা পর্যন্ত যাওয়া যাবে। যোকা থেকে তারাতলা পর্যন্ত ৬টি স্টেশন রয়েছে প্রথমে জোকা তারপর ঠাকুরপুকুর, শিলপাড়া, চৌরাস্তা, বেহালা এবং অবশেষে তারাতলা।
অপেক্ষার অবসান শুরু হতে চলেছে জোকা থেকে-তারাতলা মেট্রো
ব্যুরো:অনেক অপেক্ষার পর এবার খুশির খবর বেহালাবাসীর জন্য কারণ ৩০তারিখ উদ্বোধন হতে চলেছে জোকা তারাতলা মেট্রো। ৩০ তারিখ উদ্বোধন হবে জোকা -তারাতলা মেট্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসবার পরে হাওড়া থেকে ভার্চুয়ালি জোকা- তারাতলা মেট্রো উদ্বোধন করবেন
previous post