Home বিনোদন ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন কাজল

ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন কাজল

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:এবার ওয়েব সিরিজে নজর কাড়তে চলেছেন কাজল।শোনা যাচ্ছে,একটি জমজমাট থ্রিলার সিরিজ তৈরি করতে চলেছেন রাইটার-ডিরেক্টর সুপর্ন ভার্মা।আর সেই সিরিজেই মুখ্যচরিত্রে অভিনয় করবেন তিনি।

 

লিড রোলে থাকবেন কাজলই।এবং একজন আধুনিক মায়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি।আগামী বছর ওটিটিতে আসবে কাজলের এই প্রথম ওয়েব সিরিজ বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আবারও সংঘাতের পথে রাজ্য ও রাজ্যপাল

 

রুদ্র-র হাত ধরে ইতিমধ্যেই অজয় দেবগণের ওয়েব সিরিজে ডেবিউ হয়ে গিয়েছে। এবার ওয়েব সিরিজে নজর কাড়তে চলেছেন কাজলও।

Related Articles

Leave a Comment