কলকাতা টুডে ব্যুরো:বিকেলে কলকাতায় মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে তীব্র বেগে ঝোড়ো হাওয়া। ঘনঘন চমকায় বিদ্যুৎও। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী জেলা যেমন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরেও তুমুল বৃষ্টি পড়েছে। বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল যে, বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার বইবে। যার বেগ হবে ঘন্টায় ৫০ কিলোমিটার। হাওয়া অফিসে এই পূর্বাভাসই সঠিক হল। বিকেল ৪.২৫ নাগাদ কলকাতা ও সংলঙ্গ অঞ্চলের আকাশ কালো করে আসে। বিদ্যুৎ চমকাতে থাকে। তারপরই শুরু হয় ঝড়।
ধুলোয় ঢেকে যায় চারদিক। মুহুর্তে নামে বৃষ্টি। ঝড়ের দাপটে শহরের একাধিক জায়গায় গাছ পড়ে বলে জানা যায়। এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় অনেকটাই। প্রবল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার জেরে আগেভাগেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।