Home সংবাদসিটি টকস সুস্থ হয়ে পুজো দিতে কালীঘাট মন্দিরে অভিষেক

সুস্থ হয়ে পুজো দিতে কালীঘাট মন্দিরে অভিষেক

মার্কিন মুলুকে চোখের অস্ত্রোপচারের পর কালীপুজোর সকালেই বাড়ি ফিরেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড Abhishek Banerjee

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মার্কিন মুলুকে চোখের অস্ত্রোপচারের পর কালীপুজোর সকালেই বাড়ি ফিরেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড Abhishek Banerjee। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতেও চোখে কালো চশমা পরে দেখা গিয়েছে তাঁকে। এবার কালীঘাটের মন্দিরে পুজো দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ কালীঘাট মন্দিরের ভিতর প্রবেশ করেন তিনি। প্রায় মিনিট তেরো কালীঘাট মন্দিরের ভিতরে ছিলেন তিনি। মন্দির থেকে বেরোনোর সময় জানিয়ে গেলেন, তিনি এখন ভাল আছেন। সুস্থ আছেন।

চোখে চশমা, গায়ে কালো জামা, কপালে মন্দিরের ছোট একটি তিলক। মন্দির থেকে বেরোনোর সময় প্রথমে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তিনি। সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আজ কিছু বলব না।” পরে অবশ্য তাঁর শরীর স্বাস্থ্য কেমন রয়েছে, সেই বিষয়ে জানতে চাওয়া বলে তিনি বলেন, “ঠিক আছি। আপনাদের আশীর্বাদ, ভালবাসা, মানুষ দোয়া-প্রার্থনা করছেন, আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।” এইটুকু বলেই বেরিয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

<span;>প্রসঙ্গত, অতীতে এক দুর্ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। একাধিকবার অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মতো আমেরিকায় গিয়ে চিকিৎসা করান তিনি। ১৪ অক্টোবর আমেরিকায় বিশেষ পদ্ধতিতে তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। এর আগে চিকিৎসার জন্য দুবাইয়েরও যেতে হয়েছিল অভিষেককে। তারপরই আমেরিকায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের হাতে ফের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো ১২ অক্টোবর আমেরিকার হপকিন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। দীর্ঘ ২৫ দিন পর কালীপুজোর সকালে কলকাতায় ফেরেন তিনি। সোমবার সকাল ৮ টা নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। অভিষেক সফল অস্ত্রোপচার শেষে শহরে ফিরে আসায় তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসও বেড়েছে।

Related Articles

Leave a Comment